বিদেশ মন্ত্রী ড. এস জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ জুলাই কাজাখস্তানের আস্তানায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
লেবানন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, সেখানে প্রায় দুই থেকে তিন হাজার ভারতীয় বাস করেন। ভারতীয় দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কায় ধরা পড়া মৎস্যজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় মৎস্যজীবীদের কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। ইতিমধ্যেই এ ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।