বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ আবু ধাবিতে রাইসিনা মিডল ইস্ট সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনদিনের সংযুক্ত আরব আমির শাহি সফরে আবু ধাবিতে পৌঁছেই তিনি সেখানে ভারতীয় দূতাবাস আয়োজিত ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন। পরে বিদেশমন্ত্রী বলেন, গোটা বিশ্ব যখন এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে, সেই সময় ভারত ও সংযুক্ত আরব আমির শাহির মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের বিষয় আলোকপাত করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধা এসেছে। পারস্পরিক মূল্যবোধ ও আস্থার ভিত্তিতে সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে এই দুই দেশ প্রকৃত বন্ধুত্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এই প্রসঙ্গে শ্রী জয়শঙ্কর আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শিতা এবং সংযুক্ত আরব আমির শাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যৌথ উদ্যোগ দুদেশের অংশীদারিত্বকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। সেদেশে বসবাসকারী ভারতীয়দের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমির শাহি সরকারকেও তিনি ধন্যবাদ জানান।
ইউএই-র উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান ও বৈদেসিক বাণিজ্য মন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জেঔদি প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।