বহুস্তুরীয় ক্ষেত্রে সমগ্র বিশ্ব যে জটিল চ্যালেঞ্জসমূহের মুখোমুখি হচ্ছে তার উল্লেখ করে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল নতুন দিল্লিতে CII অংশীদারিত্ব শীর্ষ সম্মেলনে তাঁর ভাষণে ডঃ জয়শঙ্করর বিশ্বের অর্থনীতি ক্ষেত্রে যে রূপান্তর ঘটে চলেছে তা তুলে ধরার পাশাপাশি এইসব চ্যালেঞ্জের মোকাবিলায় একাধিক দেশের উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেন। এই প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত অভিন্নতার উল্লেখ করে বলেন দুটি দেশ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা গভীর করার পাশাপাশি আরো নতুন ক্ষেত্র সৃষ্টি করছে।ভারত যেহেতু অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বে তার অবস্থান মজবুত করে চলেছে সেদিকে লক্ষ্য রেখে দেশের উৎপাদন ক্ষমতাকে আরো বৃদ্ধির পক্ষে সওয়াল করেন তিনি। এর ফলে ভারত নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন। যোগান শৃঙ্খলা, উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে দেশের শিল্প ক্ষেত্রকে বলিষ্ঠ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে শ্রী জয়শঙ্কর মত প্রকাশ করেন। পরিকাঠামো ও লজিস্টিক উন্নতির বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই পরিবর্তিত হয়েছে বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন।
Site Admin | December 3, 2024 12:06 PM