বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইটালির ফিউগিতে G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের আউট রিচ সেশনে অংশ নেন। উপস্থিত ছিলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদাররাও। মন্ত্রী বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাৎপর্যপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। রয়েছে অভিন্নতা ও নতুন অংশীদারিত্বের পাশাপাশি আশঙ্কা ও অসন্তোষ।
বিদেশ মন্ত্রী আরো জানা কোয়ার্ড গঠন একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় প্রেক্ষাপট বিস্তৃত সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির জন্য বাধ্যতামূলক বিতর্কের ক্ষেত্র তৈরি করছে। ডক্টর জয় শংকর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ছটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করেন ।এর মধ্যে রয়েছে সমুদ্র সহযোগিতা, সেমিকন্ডাক্টর, যোগান শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী ঋণ এড়াতে সম্পদ সংগ্রহ প্রভৃতি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুশাসন স্বাস্থ্য প্রযুক্তির পরিসর বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রয়োগের বিষয়টি অত্যন্ত জরুরী বলে তিনি মন্তব্য করেন।