বিদেশ মন্ত্রী ডক্টর এস. জয়শংকর আজ, ছ’দিনের সফরে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর যাচ্ছেন। এই সফরে তিনি ব্রিসবেন যাবেন এবং সেখানে বাণিজ্য দূতাবাসের উদ্বোধন করবেন, এটি হবে সে দেশে ভারতের চতুর্থ বাণিজ্য দূতাবাস। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ইয়ং এর সঙ্গে পঞ্চদশতম বিদেশ মন্ত্রীদের রূপরেখা বার্তালাপ, ফ্রেমওয়ার্ক ডায়ালগে ডক্টর জয় শংকর যৌথভাবে সভাপতিত্ব করবেন।
বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়া সংসদ ভবনে দ্বিতীয় Raisina Down Under সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে মূল ভাষণ দেবেন। সেদেশের নেতৃত্ব, সাংসদ, ভারতীয় সম্প্রদায়ের সদস্য, বাণিজ্য গোষ্ঠী, গণমাধ্যম এবং চিন্তাবিদদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
সফরের দ্বিতীয় পর্যায়ে ডক্টর জয়শংকর ৮ই নভেম্বর সিঙ্গাপুরে সরকারি সফরে যাবেন। সেখানে তিনি আসিয়ান-ভারত নেটওয়ার্কের চিন্তাবিদদের অষ্টম রাউন্ড টেবিল বৈঠকে ভাষণ দেবেন। সিঙ্গাপুরের নেতৃবৃন্দের সঙ্গে দু’দেশের নিবিড় অংশীদারিত্বের বিষয় পর্যালোচনার পাশাপাশি বিদেশ মন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারিত করার পন্থা পদ্ধতি খতিয়ে দেখবেন।