বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নয়ন ও বিকাশ শান্তি এবং স্থিতিশীলতার উপর নির্ভরশীল। আজ পাকিস্তানের ইসলামাবাদে ২৩ তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেসান কাউন্সিল বা এস সি ও-র ২৩ তম বৈঠকে তিনি ভাষণ দিয়েছেন। সীমান্তে সন্ত্রাসবাদ চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদ বাণিজ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে আদান-প্রদানের প্রক্রিয়াকে দুর্বল করে বলেও বিদেশমন্ত্রী সতর্ক করে দিয়েছেন। প্রতিটি দেশের মধ্যে সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং আঞ্চলিক অখন্ডতার ওপর দাঁড়িয়ে রয়েছে বলে জোর দিয়েছেন শ্রী জয়শঙ্কর।
সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও-র ২৩ তম সরকারী প্রধানদের সম্মেলন পাকিস্তানের ইসলামাবাদে আজ শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভারত এই সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকে অবদান রেখে চলেছে। SCO- র সরকারী প্রধানদের সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং সংগঠনটি মূলত বাণিজ্য এবং অর্থনীতিকে আলোকপাত করে।
উল্লেখ্য গত ন’বছরে এই প্রথম ভারতের কোনো বিদেশমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তান গেলেন। আজ সকালে ডক্টর জয়শঙ্কর ভারতীয় হাই কমিশন অফিসে এক পেড় মাকে নাম –এর অধীনে অর্জুন গাছ রোপন করেন।