বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব সর্বদাই পরিবর্তনশীল এবং তাকে সঠিক পথে চালনা করাই আসিয়ান-ভারত অংশীদারিত্বের মূল বিষয়।
বিকাশশীল দেশগুলির জন্যে গবেষণা ও তথ্য সংক্রান্ত আসিয়ান – ভারত কেন্দ্র এবং ISEAS-Yusof Ishak Institute এর আসিয়ান স্টাডিজ সেন্টার যৌথ ভাবে এই বৈঠকের আয়োজন করেছে।
বৈঠকে যোগদানের ফাঁকে বিদেশ মন্ত্রী, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শম্মুগ রত্নম, অর্থমন্ত্রী লরেন্স ওয়ং এবং উপ প্রধানমন্ত্রী ও শিল্প-বাণিজ্য মন্ত্রী গান কিম ইয়ং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়াও ডঃ জয়শঙ্কর, সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী ডঃ অঙ্গ এঙ্গ হেন(Dr Ng Eng Hen) ও সেদেশের বিদেশ মন্ত্রী ডঃ ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ডঃ জয়শঙ্করের এই সফর, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করে তুলতে সহায়ক হবে।