মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 16, 2024 8:13 PM

printer

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনউথের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ১২টি হাই-ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টেরও উদ্বোধন করেন।

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনউথের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জুগনৌথএর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। তাঁরা ভারত-মরিশাসের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং এর প্রসারের প্রশংসা করেন। ডঃ জয়শঙ্কর বলেন, তিনি ভারত-মরিশাস সহযোগিতা অব্যাহত  এবং আরও জোরদার করার অপেক্ষায় রয়েছেন। 

জুগনৌথ   এবং ডঃ জয়শঙ্কর ১২টি হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করেন। তাঁরা মহাকাশ সহযোগিতা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর কারিকুলাম রিসার্চের উন্নয়ন, সংস্কৃত ও ভারতীয় দর্শনের জন্য আইসিসিআর চেয়ারের পুনর্নবীকরণ এবং ভারতীয় ইমিগ্রেশন আর্কাইভের ডিজিটাইজেশন প্রত্যক্ষ করেন। ডঃ জয়শঙ্কর যৌথ হাইড্রোগ্রাফিক পরিষেবার তৈরি মরিশাসের নটিক্যাল চার্ট বিক্রীর জন্য রয়্যালটি পেমেন্টের চেক তুলে দেন

বিদেশমন্ত্রী মরিশাসের সপ্তম প্রজন্মের নাগরিকদের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড বিতরণ করেন। তিনি বলেন, এটি মরিশাসের আধুনিকতা ও অগ্রগতির প্রতি ভারতের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।দুই দেশের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলবে ভারত।

    ডঃ জয়শঙ্কর বলেন, বিদেশমন্ত্রী হিসাবে তাঁর বর্তমান মেয়াদে তিনি প্রথম যে দেশগুলি সফর করছেন তার মধ্যে মরিশাস অন্যতম। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতাকে তুলে ধরে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন