বিদেশ মন্ত্রক জানিয়েছে, মায়ানমারের ‘উ লা থেইন’ মঠে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ-এর দল। সেনাবাহিনীর একটি দল আজ হাসপাতাল পরিদর্শন করবে এবং আগামীকাল তাদের চিকিৎসা পরিসেবা শুরু করবে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মার অংশ হিসাবে, বিদেশ মন্ত্রক স্কাই ভিলায় এনডিআরএফ দলকে মোতায়েন করার চেষ্টা করছে, যেখানে ১১ তলার চারটি টাওয়ার ভেঙে পড়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে ত্রাণ সামগ্রী রাজ্য মহানায়ক কমিটির এসজিকেও দেওয়া হবে যেখানে প্রায় ২০০০ সন্ন্যাসী মঠের বাইরে বসে আছেন। ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের থাকা-খাওয়ার জন্যও সাহায্য দেওয়া হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
Site Admin | March 31, 2025 10:37 AM
বিদেশ মন্ত্রক জানিয়েছে, মায়ানমারের ‘উ লা থেইন’ মঠে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ-এর দল।
