বিদেশী বিনিয়োগকারীরা ডিসেম্বরে এ পর্যন্ত ভারতীয় পুঁজিবাজারে ২৬ হাজার কোটি টাকার বেশি লগ্নি করেছে। অর্থ জমারাখার তথ্য অনুসারে, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারী এফপিআই-রা , ভারতীয় শেয়ার বাজারে ২১ হাজার কোটি টাকার বেশী এবং ঋণ বাজারে সাড়ে চার হাজার কোটি টাকার টাকার বেশী লগ্নী করেছে।
FPIগুলি শেয়ার বাজারে চলতি বছর শেয়ার বাজারে মোট ছ হাজার সাতশো সত্তর কোটি টাকা এবং ঋণ বাজারে ১লক্ষ ১১ হাজার সাতশো চার কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে ভারতীয় পুঁজিবাজারে মোট বিনিয়োগ প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকায় পৌঁছে গেছে৷