বিদেশমন্ত্রী পর্যায়ে সহযোগিতা তৈরিতে যৌথ কমিশন-জেসিসি, প্রতিষ্ঠার জন্য ভারত ও কুয়েত একটি সমঝোতা স্মারক পত্র-মৌ স্বাক্ষর করেছে। নতুনদিল্লিতে গতকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার মধ্যে বৈঠকে এই মৌ স্বাক্ষরিত হয়। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং সংস্কৃতি ক্ষেত্রে নতুন যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠনের রূপরেখা রয়েছে এই চুক্তিতে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা ও পর্যবেক্ষণের কাজ করবে এই গোষ্ঠী। ভারত-কুয়েত বহুপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত করার উপায় নিয়েও উভয় নেতা আলোচনা করেছেন।
এর আগে গতকাল কুয়েতের বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। কুয়েতের সভাপতিত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি এবং ভারতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং দু দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন তাঁরা । শ্রী মোদী কুয়েতে বসবাসরত ১০ লক্ষ শক্তিশালী ভারতীয় সম্প্রদায়ের খেয়াল রাখার জন্য কুয়েত প্রশাসনকে ধন্যবাদ জানান। উভয় নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত স্বাভাবিক করার উপর গুরুত্ব দিয়েছেন।