মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 26, 2024 8:48 AM

printer

বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণসভার ৭৯তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ডঃ এস জয়শঙ্কর বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।

নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী জয়শঙ্কর।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠকে ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

গ্রিসের বিদেশমন্ত্রী জর্জোস গেরাপেট্রিটিসের সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর জয়শঙ্কর। জাহাজ চলাচল, জ্বালানি, যোগাযোগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ভারত-ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন