বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মালদ্বীপের জনসাধারণ এবং সংলগ্ন অঞ্চলের মানুষের স্বার্থে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে ড. জয়শঙ্কর আজ সেদেশের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজুর সঙ্গে বৈঠক করেন।এছাড়াও সাক্ষাত করেন দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুনের সাথে । তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগ এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এরপর ড.জয়শঙ্কর অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মালদ্বীপের মনেটারি অথরতটি্র গভর্নরের সঙ্গেও বৈঠক করেন।
পরে ড. জয়শঙ্কর মালদ্বীপের ২৮টি দ্বীপে ভার্চুয়ালি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করেন।