মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2024 10:01 AM

printer

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গতকাল মরিশাসে সে দেশের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগ্নাউথের উপস্থিতিতে একটি জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন।

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গতকাল মরিশাসে সে দেশের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগ্নাউথের উপস্থিতিতে একটি জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। বিদেশে ভারতের প্রথম জন ঔষধি কেন্দ্র এটি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, ডাঃ জয়শঙ্কর বলেন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ওষুধ কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন, যা এখন পূরণ হল। ভারত-মরিশাস স্বাস্থ্য অংশীদারিত্ব প্রকল্পের অধীনে, জনস্বাস্থ্যর উন্নতির জন্য ভারতে উত্পাদিত সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহ করা হবে। এর আগে, বিদেশমন্ত্রী মরিশাসের গ্র্যান্ড বোয়া এলাকায় ভারতীয় আর্থিক সহায়তায় নির্মিত মেডিক্লিনিক প্রকল্পের উদ্বোধন করেন এবং একে পারস্পরিক বন্ধুত্বের প্রকাশ বলে অভিহিত করেন। প্রকল্পটি কার্যকর হলে গ্র্যান্ড বোয়া এলাকার ১৬ হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন