মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 27, 2024 11:34 AM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা আজ নতুন দিল্লীতে ভারত-ব্রাজিল যৌথ কমিশনের নবম বৈঠকে সভাপতিত্ব করবেন।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা আজ নতুন দিল্লীতে ভারত-ব্রাজিল যৌথ কমিশনের নবম বৈঠকে সভাপতিত্ব করবেন। চারদিনের ভারত সফরে গত শনিবার ব্রাজিলের বিদেশমন্ত্রী নতুন দিল্লী পৌঁছন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গতিশীল করতেই তাঁর এই সফর। ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বের সময়কালে আয়োজিত বৈঠকগুলির ফলাফল নিয়ে দুই নেতা আলোচনা করবেন। ব্রাজিল বর্তমানে জি টোয়েন্টির সভাপতিত্ব করছে। চলতি বছরের ১৮ ও ১৯ শে নভেম্বর রিও ডি জেনিরোতে জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মলেন অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক সহযোগিতার নতুন পথ অনুসন্ধানে মত বিনিময় করবেন দুই দেশের বিদেশমন্ত্রী।

এর আগে জুলাই মাসে রিও ডি জেনিরোতে জি টোয়েন্টি উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক সচিব দাম্মো রভি, স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন এবং আম্রুত প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচীর কথা তুলে ধরেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন