মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2024 10:04 AM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, আস্থানায় সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাজাখস্তানের আস্তানায় আজ শুরু হতে চলা শাংহাই সহযোগিতা সংগঠন-এসসিও-র শিখর সম্মেলনে ভারতীয় দলে নেতৃত্ব দেবেন। কাজাখস্তানের সভাপতিত্বে এসসিও–র ২৪ তম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এবারের সম্মেলনে গত দু দশকের বেশি সময় ধরে চলা এই সংগঠনের কাজকর্ম পর্যালোচনা করবেন নেতৃবৃন্দ। বহুপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হবে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সুরক্ষিত’ বা সিকিওর এসসিও-র ধারণা ভারতের অগ্রাধিকারের তালিকায় থাকবে। এই সিকিওরের অর্থ হল সিকিউরিটি বা নিরাপত্তা, ইকোনমিক কো-অপারেশন বা অর্থনৈতিক সহযোগিতা, কানেকটিভিটি বা যোগাযোগ, ইউনিটি বা একতা, রেসপেক্ট ফর সভারেনটি অ্যান্ড টোরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আঞ্চলিক অখন্ডতা এবং এনভায়ারমেন্টাল প্রোটেকশন বা পরিবেশগত সুরক্ষা।
এর আগে গতকাল ডঃ এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান ও তাজিকিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আস্তানার পুশকিন পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন