মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 4, 2025 3:01 PM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ত্রাসবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে সংঘর্ষ বিষয়ে আংশিক সমালোচনায় অসন্তোষ ব্যক্ত করেছেন

ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ত্রাসবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে সংঘর্ষ বিষয়ে আংশিক সমালোচনায় অসন্তোষ ব্যক্ত করেছেন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বে বর্তমানে দুটি স্থানে বড় আকারের সংঘাতের ঘটনা ঘটছে, কিন্তু এগুলিকে নীতিগত সংঘাত বলে চালানোর চেষ্টা হচ্ছে। মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সমালোচনায় সুবিধাবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি এশিয়া মহাদেশে যেভাবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হচ্ছে, তারও সমালোচনা করেন। তিনি বলেন যে ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী এবং পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলি ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণ করা হচ্ছে। ভারত, ই- ইউ সম্পর্ক প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসতে পারে। মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই বাণিজ্য ও প্রযুক্তি পর্ষদ গঠন করা হয়েছে। দুই অর্থনীতির প্রযুক্তি এবং ডিজিটাল লেনদেনের বিষয়ে এই পর্ষদ সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম অর্থনৈতিক অংশীদার। এই প্রসঙ্গে তিনি ভারত -মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে করিডোর স্থাপনের গুরুত্বের কথা বলেন। একই সঙ্গে ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় সড়কপথে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই দুটি উদ্যোগ সফল হলে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত একটি সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি মত প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন