মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 5, 2024 9:52 PM

printer

 বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া সফররত শ্রী জয়শঙ্কর আজ সকালে ক্যানবেরায় সেদেশের বিদেশ মন্ত্রী পেনি রঙের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, কানাডায় সন্ত্রাসবাদীদের রাজনৈতিক জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, কানাডা, নির্দিষ্ট তথ্য ছাড়াই অভিযোগ করার রীতি তৈরি করে ফেলেছে। কানাডা যেভাবে ভারতীয় কূটনীতিকদের ওপর নজরদারি করছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। 

অন্যদিকে, অস্ট্রেলিয়া বিদেশমন্ত্রী পেনি রঙকে কানাডায় হিন্দু মন্দিরের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় সম্প্রদায়কে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

 উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন