বিদেশমন্ত্রী ডক্টর এসজয়শঙ্করের তিনদিনের মালদ্বীপ সফর আজ শুরু হচ্ছে। দু-দেশের মধ্যে অংশীদারিত্ব আরওদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে নতুন দিকগুলি নিয়েআলোচনাই এই সফরের লক্ষ্য। এবছর জুনে ভারতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অুষ্ঠানে মালদ্বীপেররাষ্ট্রপতি মহম্মদ মৈজু উপস্হিত ছিলেন। মালদ্বীপ ভারতের এক অতি গুরুত্বপূর্ণসমুদ্রপথে প্রতিবেশী দেশ। যার অবস্হান ভারত মহাসাগরে কৌশলগত দিক থেকে অত্যন্তগুরুত্বপূর্ণ। ভারতের প্রতিবেশী প্রথম নীতিরও এক উল্লেখযোগ্য সহযোগী এই দেশ । ডক্টরজয়শঙ্করের এই সরকারী সফরের লক্ষ্য অংশীদারিত্ব, সহযোগিতার বিভিন্ন দিক এবং বিগতবছরগুলির নানা বিষয় নিয়ে আলোচনা।
Site Admin | August 9, 2024 12:19 PM