বিদেশমন্ত্রী ডঃ সুব্রমণিয়ম জয়শঙ্কর বলেছেন, গোটা বিশ্বই এখন এক চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে চলেছে। তা’ সে নিরাপত্তা, স্থিতিশীলতা, অগ্রগতি বা সমৃদ্ধি-
যে ক্ষেত্রেই হোক না কেনো। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য দরকার বিশ্বস্ত সঙ্গী এবং আন্তর্জাতিক সহযোগিতা। টোকিও-এ আজ কোয়াডের বিদেশ মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান- এই চারটি দেশের সংগঠন কোয়াড হল এমনই এক সহযোগিতার নিদর্শন। এই সংগঠনের নানান কর্মকান্ড যেভাবে বিভিন্ন ক্ষেত্রের ওপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করছে, তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেন। আজকের বিদেশমন্ত্রীদের এই বৈঠক চারটি সদস্য দেশকে এক নতুন দিশা দেখাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত কয়েক বছরে এই কোয়াড দেশগুলি টেলি যোগাযোগ প্রযুক্তি, সমুদ্রের তলদেশে কেব্ল সংযোগ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পরিকাঠামো, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ প্রতিহত করা, বিপর্যয় মোকাবিলা এবং বিভিন্ন মানবিক ত্রাণ সহায়তার কাজ চালিয়ে যাচ্ছে বলেও ডঃ জয়শঙ্কর উল্লেখ করেন। এইজন্য ১৬ টি ওয়ার্কিং গ্রুপ’ও রয়েছে। আজকের বৈঠকে এই কাজের পরিধি আরো বাড়ানোর ব্যাপারে চারটি দেশই সহমত হয়েছে বলে তিনি জানান।