বিদেশমন্ত্রী ডঃ. এস জয়শঙ্কর ভারতীয় সীমান্ত লাগোয়া মায়ানমারে লাগাতার হিংসা এবং অস্থিরতায় ভারতের গভীর উদ্বেগ নিয়ে সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নতুন দিল্লীতে আজ শ্রী জয়শঙ্কর, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইউ থান শোয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিস্থিতি সামাল দিতে ভারত সংশ্লিষ্ট সব পক্ষকে সেখানে নিযুক্ত করতে রাজী বলেও বিদেশমন্ত্রী জানান।
সামাজিক মাধ্যমের এক বার্তায় ডঃ জয়শঙ্কর বলেন, আলোচনায় মায়ানমারের বিদেশমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে অবৈধ মাদক, অস্ত্র ও মানব পাচারের ওপর জোর দিয়েছেন। মেওয়াড্ডিতে বন্দী ভারতীয় নাগরিকদের দ্রুত ফেরত আনতে সহযোগিতা চান তিনি। ডঃ জয়শঙ্কর, মায়ানমারকে গনতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান।