বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ব্রাজিলের জি-২০ সভাপতিত্বের জন্য ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনরায় জানিয়েছেন। আজ দিল্লিতে নবম ভারত-ব্রাজিল যৌথ কমিশনের বৈঠকে ডঃ জয়শঙ্কর উন্নত বিশ্ব গড়ে তোলার থিমকে কেন্দ্র করে ব্রাজিলের অনন্য উদ্যোগগুলির প্রশংসা করেন। তিনি বলেন, ২০০৬ সালে ভারত ও ব্রাজিলের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও বৈচিত্র্যময় হয়েছে। ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন প্রতিরক্ষা, মহাকাশ, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্র জুড়ে রয়েছে। ব্রাজিলে ভারতীয় সংস্কৃতি, পারফর্মিং আর্টস এবং দর্শনের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Site Admin | August 27, 2024 8:12 PM