বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ রিয়াদে প্রথম ভারত-উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ঐতিহাসিক এই বৈঠকের উদ্দেশ্য ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে সম্পর্ক শক্তিশালী করা।
এই বৈঠকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সহযোগিতা আরো বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হবে।
উপসাগরীয় অঞ্চলে প্রায় ৮৯ লক্ষ বারতীয় বসবাস করেন। ব্যবসা বাণিজ্যেওর অংশীদার ছাড়াও ভারতের বিদেশ নীতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো মজবুত করে তুলতে ডঃ জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যায়।
বিদেশমন্ত্রী, তাঁর দুদিনের সৌদি আরব সফরের প্রথম দিনে রিয়াধে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলি ঘরে দেখেন। তিনি সৌদি জাতীয় সংগ্রহশালা, ‘কিং আব্দুল আজিজ ফাইন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভ’ ও মুরাব্বা প্যালেস আরব পরিদর্শনের সময় ভারতের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।
সফরের দ্বিতীয় পর্যায়ে ডঃ জয়শঙ্কর মঙ্গলবার থেকে দু’দিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। বার্লিনে এটি হবে তার তৃতীয় দ্বিপাক্ষিক সফর। ভারত ও জার্মানি দুই দেশের মধ্যেই শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি জার্মানি ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। এই সফরে বিদেশমন্ত্রী, জার্মান বিদেশমন্ত্রীর পাশাপাশি সে দেশের সরকারের নেতৃত্ব ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
এরপর ডঃ জয়শঙ্কর এই মাসের ১২ তারিখ থেকে সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাবেন।