বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত এমন পরীকাঠামো তৈরি করছে যাতে আগামী দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।
দুই দেশ সফরের প্রথম পর্যায়ে ব্রিসবেনে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ভারত উচ্চ আর্থিক বৃদ্ধির পথে রয়েছে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায়। এতে কোনও সন্দেহ নেই যে কোয়াড সঠিক জায়গাতেই রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অস্ট্রেলিয়া এই ব্যবস্থার প্রতিষ্ঠাতা অংশীদার। তিনি বলেন, বিশ্বের নির্বাচিত দেশগুলির সাথে ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং অস্ট্রেলিয়া তার শরিক হতে পারে।
উল্লেখ্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শংকর, ছ দিনের অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সফরের শুরুতে আজ ব্রিসবেনে পৌঁছেছেন । সেখানে তিনি বাণিজ্য দূতাবাসের উদ্বোধন করবেন, এটি হবে সেদেশে ভারতের চতুর্থ বাণিজ্য দূতাবাস। তিনি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে পঞ্চদশতম বিদেশমন্ত্রীদের ফ্রেমওয়ার্ক ডায়ালগে সহ-সভাপতিত্ব করবেন।