বিদেশমন্ত্রক জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ দোহার ভারতীয় দূতাবাসে গুরু গ্রন্থ সাহিবের দুটি স্বরূপ হস্তান্তর করেছে। বিনা অনুমতিতে ধর্মীয় প্রতিষ্ঠান চালানোর অভিযোগে এক ব্যক্তির কাছ থেকে ওই স্বরূপ দুটি কাতার কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে নিয়েছিল। ভারতের কাছে তা ফিরিয়ে দেওয়ায় মন্ত্রক, সেদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রকও কাতার বা অন্য দেশে বসবাসকারী ভারতীয়দের সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশের নিয়ম কানুন মেনে চলার আবেদন জানিয়েছে।
Site Admin | August 28, 2024 9:45 PM