বিদায়ী ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন NATO র পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আটলান্টিক পর্ষদ NAC। আজ এক বিবৃতিতে NATO জানিয়েছে, আগামী পয়লা অক্টোবর থেকে রুটে তার দায়িত্বভার গ্রহণ করবেন। ১৯ শে জুন, রোমানিয়ার রাষ্ট্রপতি ক্লাউস আয়োহানিস সরকারি ভাবে নাটোর সেক্রেটারি জেনারেল পদের নির্বাচনী লড়াই থেকে তার নাম প্রত্যাহার করে নেন। এরপরই রুটে ৩২ টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করেন।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে মার্ক রুটের মেয়াদ আর কয়েক সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে। সেদেশের নাগরিক হিসেবে এই নিয়ে চতুর্থ বার কোনো ব্যক্তি ন্যাটোকে নেতৃত্ব দেবে। মার্ক রুটে ১৪ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন।