অন্ধ্রপ্রদেশের কাছে বিজয়ওয়াড়ায় বুদামেরু বাঁধে যে বড়সড় ফাটল দেখা দিয়েছে তা মেরামত করতে এবং বন্যা কবলিত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরয়ে আনতে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহায়তা চাওয়ায় ৪০ জন সেনা ইঞ্জিনিয়ারকে বায়ু সেনার AN 32 বিমানে করে হামিকপেট থেকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে আরও সেনা মোতায়েনের জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্যা মোকাবিলা ও বাঁধ মেরামতিতে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই স্থানীয় প্রশাসন একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।
Site Admin | September 6, 2024 4:23 PM