বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লীতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এর সঙ্গে আলোচনা করেন। ভারতের উদ্ভাবনী এবং জৈব-উৎপাদন বৃদ্ধিতে বেসরকারী ক্ষেত্র ও স্টার্টআপের অংশগ্রহণ সম্প্রসারণের লক্ষ্যেই এই বৈঠকে কথাবার্তা হয় তাঁদের মধ্যে।
বৈঠকে ড. সিং অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশের জন্য Bio E3-বায়োটেকনোলজির মতো নীতি দ্বারা সমর্থিত বায়োটেক উদ্ভাবনে দেশের যে বৃদ্ধি প্রত্যক্ষ করা যাচ্ছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
বিল গেটস ভারতের বায়োটেক অগ্রগতির প্রশংসা করেন এবং ভ্যাকসিন উন্নয়নে, বিশেষ করে HPV এবং COVID-19 ভ্যাকসিন উদ্ভাবনে দেশ যেভাবে নেতৃত্ব দিচ্ছে তার স্বীকৃতি দিয়েছেন। তিনি যক্ষ্মা এবং ম্যালেরিয়ার মতো রোগ মোকাবেলায় ভারতের প্রচেষ্টাকে সমর্থন করার আগ্রহও প্রকাশ করেছেন। গেটস বলেন, দেশের গবেষণার যে পরিবেশ রয়েছে তা বিশ্বব্যাপী স্বাস্থ্যের অগ্রগতির জন্য প্রচুর সুযোগ উপস্থাপন করে।
ডক্টর জিতেন্দ্র সিং এবং বিল গেটস দেশের জৈব প্রযুক্তি স্টার্টআপ নিয়েও আলোচনা করেছেন, যেখানে এই সেক্টরে দশ হাজারেরও বেশি স্টার্টআপ কাজ করছে।