মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2024 9:29 PM

printer

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সুলভ স্বাস্থ্য ব্যবস্থার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন।

 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সুলভ স্বাস্থ্য ব্যবস্থার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, প্রযুক্তি স্বাস্থ্য পরিসেবা খাতে বিপ্লব ঘটাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ওমেশিন লার্নিং সরঞ্জামগুলি উল্লেখযোগ্যভাবে দক্ষতা বাড়িয়ে তুলতে পারে বলেও তিনি জানান।
নতুন দিল্লিতে আজ একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ভারত বিশ্বের শীর্ষ ছয়টি জৈব-প্রস্তুতকারকের মধ্যে রয়েছে এবং স্বল্প খরচে স্বাস্থ্য পরিসেবার গন্তব্য হয়ে উঠেছে।আয়ুষ্মান কার্ড, ডিজিটাল হেলথ কেয়ার মিশন, পিএম জন ঔষধির মতো বিভিন্ন প্রকল্পের গুরুত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জনসাধারণের কাছে এইসব স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন