বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিংসা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন। দুপুরে রতনপুর মোড় লাগোয়া উপদ্রুত গ্রামগুলিতে সুকান্ত বাবু পৌঁছলে আক্রান্তরা এন আই এ তদন্তের দাবি জানান। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে তিনি রিপোর্ট পাঠাবেন বলে সুকান্ত মজুমদার জানান। এরপর তিনি জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে আক্রান্তদের দাবি লিখিত আকারে তাঁর কাছে তুলে ধরবেন। সামশেরগঞ্জে হিংসার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।
Site Admin | April 21, 2025 7:44 PM
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিংসা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন।
