বিজেপি রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করবে বলে দলের রাজ্য মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দলের পরাজয়ের কারণ হিসাবে সাংগঠনিক দুর্বলতাকে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন। তবে, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া, সন্ত্রাস এবং বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেও শমীক বাবু অভিযোগ করেন। আগামী দিনে দল ঘুরে দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Site Admin | July 13, 2024 7:21 PM
বিজেপি রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করবে বলে দলের রাজ্য মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন।
