বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ গ্রহণ করেছেন দুই উপমুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ শিন্ডে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এন সি পির অজিত পাওয়ার। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ টি আসনের মধ্যে বিজেপি – শিবসেনা- এনসিপি মহায়ুতি জোট ২৩০ টি আসনে জয়লাভ করে।
মুম্বাইয়ের আজাদ ময়দানে য়ায়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দেবেন্দ্র ফড়নবিশকে পদ অ মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রি রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এবং পীযূস গোয়েল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ দু হাজারের বেশী বিশিষ্ট অতিথি এবং প্রায় ৪০ হাজার সমর্থক শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই নিয়ে তৃতীয়বার দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিলেন। আগামী সপ্তাহে তাঁর মন্ত্রী পরিষদ গঠন করা হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, অভিজ্ঞতা, সক্রিয়তা এবং সম্মিলিত উদ্যোগের একটি টিম হিসেব মহায়ুতি জোট ঐতিহাসিক সমর্থন লাভ করেছে। প্রধানমন্ত্রী বলেন, এই জোট, জনগণের আসা আকাঙ্ক্ষা পূরণে এবং সু প্রশাসন সুনিশ্চিত করতে কাজ করবে। রাজ্যের উন্নয়নে কেন্দ্র সম্ভাব্য সবরকম সাহায্য করবে বলেও শ্রী মোদি জানান।