বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামীকাল মহায্যুতি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। আগামীকাল মুম্বইয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর উপস্থিতিতে দেবেন্দ্র ফড়নবীশকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বিধায়ক চন্দ্রকান্ত পাটিল এবং সুধীর মুঙ্গানতিওয়ার শ্রী ফরেন বিষয়ের নাম প্রস্তাব করেন এবং অন্য বিধায়করা সমর্থন করেন।