বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, জীবনযাত্রার মানোন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দূষণ হ্রাস এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ করার জন্য প্রয়োজনীয় পরিষেবা দিতে বদ্ধপরিকর এমন এক সরকার নির্বাচিত করার জন্য দিল্লির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় রাজধানীতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর শ্রী নাড্ডা, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, নির্বাচন, দেশ ও রাজ্যকে উন্নয়ন এবং সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার, দিল্লীর সর্বাত্মক উন্নয়নে কাজ করেছে, আগামী দিনেও করবে বলে তিনি জানান।
Site Admin | January 7, 2025 5:00 PM