বিচার প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ ও স্বচ্ছ করে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। যোধপুরে আজ সন্ধ্যায় রাজস্থান হাইকোর্টের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ন্যায়বিচারের কাজকে আরও সরল করে তুলতে বহু ঐতিহাসিক ও নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। বর্তমান সময়ে অপ্রয়োজনীয় বহু আইন বাতিল করা হয়েছে। আনা হয়েছে নতুন ফৌজদারি আইন। নতুন ভারত গঠনের লক্ষ্যে সংস্কার ও আধুনিকীকরণ একান্ত প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই-কোর্ট প্রকল্প এর সবচেয়ে বড় উদাহরণ। দেশের ১৮ হাজারেরও বেশি আদালতকে ইতমধ্যেই কম্পিউটারাইজড করা হয়েছে। এই পরিবর্তন সাধারণ নাগরিক জীবনে বিরাট স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রাজস্থান হাইকোর্টের একটি সংগ্রহালয়ের উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জলগাঁওয়ে ১১ লক্ষ লাখপতি দিদির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এধরণের অপরাধ যারা করছে, তারা রেহাই পাবেনা।