বিখ্যাত শিল্পপতি ও প্রখ্যাত মানবহিতৈষী রতন টাটার শেষকৃত্য মুম্বাইতে আজ সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। টাটা গোষ্ঠীকে, বিশ্বের একটি প্রখ্যাত শিল্প সাম্রাজ্যতে রূপান্তরিত করার কৃতিত্বের অধিকারী রতন টাটা, গতরাতে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৮৬ বছর।
ওরলির শেষকৃত্য স্থলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ,এই মানবদরদীকে শেষবারের মতো দেখতে আসেন।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, পীযূষ গোয়েল,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে কুমার মঙ্গলম বিড়লা সহ বহু শিল্পদ্যোগী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, প্রয়াত রতন টাটার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মহারাষ্ট্র সরকার, রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে আজ শোক দিবস ঘোষণা করে।
রতন টাটাকে ভারত রত্ন সম্মানে ভূষিত করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব, মহারাষ্ট্র মন্ত্রিসভা আজ অনুমোদন করেছে।