তামিলনাড়ুর চেন্নাইয়ে বহুজন সমাজ পার্টি- বিএসপির রাজ্য সভাপতি কে. আর্মস্ট্রং, দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন। গতসন্ধ্যায় একদল দুষ্কৃতী প্রকাশ্য রাস্তায় আর্মস্ট্রং-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইন মোতাবেক শাস্তি দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। বিএসপি নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে স্টালিন শোকসন্তপ্ত পরিবার এবং দলীয় কর্মীদের সমবোদনা জানান। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে ১০টি বিশেষ দল তৈরি করা হয়েছে।
এদিকে, চেন্নাই হাসপাতালে ময়নাতদন্তের পর আর্মস্ট্রং-এর দেহ আজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দলের তরফে এই হত্যাকান্ডের সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। আগামীকাল আর্মস্ট্রং-এর শেষকৃত্য হবে। বিএসপি প্রধান মায়াবতী সেখানে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।