বাসের আয়ুর বদলে বাস বাতিলের ক্ষেত্রে সেটির স্বাস্থ্য বিবেচ্য হোক এই আবেদন জানিয়ে বেসরকারি বাসমালিকদের ছ’টি সংগঠনের করা মামলার আজ কলকাতা হাই কোর্টে শুনানি হবার কথা । রাজ্য সরকার ছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিরুদ্ধে সম্প্রতি হাই কোর্টে ওই মামলা দায়ের করা হয়েছে। বৃহত্তর কলকাতা এলাকায় ১৫ বছরের পুরনো বাসের পারমিট নবীকরণ না করার সরকারি সিদ্ধান্তের অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছে বেসরকারি বাসমালিক সংগঠন। তাদের অভিযোগ, কলকাতায় গণ পরিবহণের যাত্রীদের ৪০ শতাংশের ভারই বেসরকারি বাস বহন করে। তাই ১৫ বছরের গেরোয় বহু বাস এক লপ্তে বাতিল হয়ে গেলে তার আঁচ সার্বিক পরিবহণ ব্যবস্থার উপরে এসে পড়বে। দুর্ভোগে পড়বেন অসংখ্য মানুষ।
Site Admin | January 2, 2025 12:46 PM