Hindustan Engineering and Industries Ltd. (HEIL) এবং Bhartia Electric Steel Company Ltd. (BESCO)র তৈরি গুডস ওয়াগন গুলির পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জের ৮ নম্বর লাইনে একটি নতুন নিবিড় ওয়াগন পরীক্ষা পয়েন্ট চালু করা হয়েছে। বালিগঞ্জে (BLN) ইতোমধ্যেই চালু হয়েছে এবং HEIL থেকে নির্মিত রেকটি র প্রথম পরীক্ষা সম্পন্ন করা হয় গত ১৩ মার্চ। নতুন এই পয়েন্ট এর ফলে নৈহাটি ও চিৎপুরের মত দূরবর্তী পয়েন্ট গুলিতে নতুন নির্মিত খালি ওয়াগন গুলির চলাচল বন্ধ করা হবে ফলে শহরতলীর ট্রেন গুলির গতিশীলতা বৃদ্ধি পাবে। এই পরিবর্তনের ফলে শিয়ালদা ডিভিশনের সামগ্রিক সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। সামগ্রিক ভাবে রেলের অপারেশনের সুরক্ষা, রক্ষণাবেক্ষণ দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
Site Admin | March 17, 2025 8:28 AM
বালিগঞ্জে (BLN) ইতোমধ্যেই চালু হয়েছে এবং HEIL থেকে নির্মিত রেকটি র প্রথম পরীক্ষা সম্পন্ন করা হয়
