বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সৌদি আরবে গতকাল ফাইনালে তাঁরা ৫-২ গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে। কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গেলেও বার্সেলোনার লাগাতার আক্রমণের মুখে কার্য্যত দিশাহারা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ রক্ষণ। লামিল ইয়ামাল, রবার্ট লিওয়ান্ডাউস্কি, র্যাফিনহা এবং আলেজান্দ্রো পরপর গোল করেন। এই নিয়ে রেকর্ড ১৫ বার স্প্যানিশ কাপে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।