বারানসীর নমো ঘাটে আজ কাশি তামিল সঙ্গমের তৃতীয় পর্ব শুরু হয়েছে। ১০ দিনের এই পর্বের মূল লক্ষ্য হলো ভারতীয় চিকিৎসা শাস্ত্র , ধ্রুপদী তামিল সাহিত্য এবং জাতীয় সংস্কৃতির ঐক্য সাধনে ঋষি অগস্তের অবদানকে স্মরণ করা। তামিলনাড়ু ও কাশি, ভারতের জ্ঞান সাধনার এই দুই পীঠস্থানের মধ্যে প্রাচীন সময় থেকে যে যোগসূত্র রয়েছে তাকেই পুনরাবিষ্কার, প্রতিষ্ঠা ও উদযাপনই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
এই দুই স্থানের পড়ুয়া, দার্শনিক ,শিল্পী ,পন্ডিত সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষকে একত্রিত হওয়া এবং তাদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান এর সুযোগ করে দিয়েছে এই সঙ্গম।