মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 15, 2025 10:08 PM

printer

বারানসীর নমো ঘাটে আজ কাশি তামিল সঙ্গমের তৃতীয় পর্ব শুরু হয়েছে।

বারানসীর নমো ঘাটে আজ কাশি তামিল সঙ্গমের তৃতীয় পর্ব শুরু হয়েছে। ১০ দিনের এই পর্বের মূল লক্ষ্য হলো ভারতীয় চিকিৎসা শাস্ত্র , ধ্রুপদী তামিল সাহিত্য এবং জাতীয় সংস্কৃতির ঐক্য সাধনে ঋষি অগস্তের অবদানকে স্মরণ করা। তামিলনাড়ু ও কাশি, ভারতের জ্ঞান সাধনার এই দুই পীঠস্থানের মধ্যে প্রাচীন সময় থেকে যে যোগসূত্র রয়েছে তাকেই পুনরাবিষ্কার, প্রতিষ্ঠা ও উদযাপনই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

এই দুই স্থানের পড়ুয়া, দার্শনিক ,শিল্পী ,পন্ডিত সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষকে একত্রিত হওয়া এবং তাদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান এর সুযোগ করে দিয়েছে এই সঙ্গম।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন