মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 26, 2024 3:06 PM

printer

বারাণসীর একটি আদালত, জ্ঞানব্যাপি চত্বরে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ ASI এর আরও কিছু সমীক্ষার আর্জি, খারিজ করে দিয়েছে।

বারাণসীর একটি আদালত, জ্ঞানব্যাপি চত্বরে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ ASI এর আরও কিছু সমীক্ষার আর্জি, খারিজ করে দিয়েছে। বারাণসী ফাস্ট ট্র্যাক আদালতের দায়রা বিচারক যুগল শর্মা, ফেব্রুয়ারি মাসে দাখিল করা এই আর্জি গতকাল খারিজ করে দেন। ASI এর আগে যে সমস্ত জায়গায় জরিপের কাজ চালায় নি, সেগুলিতে এবার সমীক্ষা চালানোর জন্যে এই আর্জি জানানো হয়।
উল্লেখ্য, ফাস্ট ট্র্যাক আদালত গত ১৬ ই অক্টোবর, এ সংক্রান্ত রায়দান স্থগিত রাখেন।
আদালতের গতকালের এই নির্দেশের পর আবেদন কারিদের পক্ষে আইনজীবী মদন মোহন যাদব জানিয়েছেন, তারা এ ব্যাপারে হাই কোর্টের দ্বারস্থ হবেন।
অঞ্জুমান ইন্তেজমিয়া মসজিদ কমিটি এই আবেদনের বিরোধিতা করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন