মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 14, 2024 1:49 PM

printer

বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং নবনিযুক্ত আধিকারিকদের ভবিষ্যতের কমান্ডার হিসেবে উৎস প্রদান করেছেন।

বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং নবনিযুক্ত আধিকারিকদের ভবিষ্যতের কমান্ডার হিসেবে উৎস প্রদান করেছেন। হায়দ্রাবাদের ডুন্ডিগলে পাসিং আউট প্যারেডে বলেন, বায়ু সেনা আধিকারিকরা শুধু যোদ্ধাই নন, তাঁরাই আগামী দিন কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়ে ভারতীয় বায়ু সেনার গন্তব্য নির্ধারণ করবেন। তাদের বিপুল দায়িত্ব জীবনকে উদ্বুদ্ধ করবে। ভারতীয় বায়ু সেনার মূল আদর্শকে তুলে ধরার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
বায়ুসেনা, নৌসেনা এবং উপকূল রক্ষী বাহিনীর বিভিন্ন বিভাগের ২০০-র বেশি ফ্লাইট ক্যাডেট এবং বন্ধু দেশগুলির একজন করে আধিকারিক এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ পর্ব শেষ করেছেন। এই অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল প্রাতক প্রশিক্ষণ প্রার্থীদের প্রেসিডেন্টস কমিশন প্রদান করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন