বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও অনুকুল পরিস্থিতি তৈরি হওয়ায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।
উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।
কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা। গত রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ২ দশমিক পাঁচ মিলিমিটার।
বৃষ্টিতে তাপমাত্রাও বেশকিছুটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রী কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে।