বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লির ভারত মন্ডপমে ৪৩ তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের ফাঁকে কয়লা ও খনিমন্ত্রী জি কিষেণ রেড্ডি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খনি মন্ত্রকের প্যাভিলিয়নের উদ্বোধন করেন। আকাশবাণী সংবাদ কে আই টি পিওর জেনারেল ম্যানেজার কো-অর্ডিনেশন সংক্র নন্দ ভারতী জানিয়েছেন এ বছরের বাণিজ্য মেলায় বিকশিত ভারত ২০৪৭ এর উপর ভিত্তি করে ঝারখন্ড কে ফোকাস স্টেট হিসেবে রাখা হয়েছে। তিনি আরো জানিয়েছেন বিহার এবং উত্তর প্রদেশ অংশীদার রাজ্য।
১৪দিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চীন মিশর ইরান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড তুরস্ক এবং আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সংস্থাগুলি যোগ দেবে। ১৮ তারিখ পর্যন্ত প্রথম পাঁচ দিনে বাণিজ্য সংক্রান্ত কাজকর্ম চলবে। এরপরে ২৭ নভেম্বর পর্যন্ত মেলা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত।