বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল আবার। প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ হয়। পয়লা সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে মিলবে বাণিজ্যিক সিলিন্ডার।
উল্লেখ্য, আগস্টেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ৮.৫০ টাকা। সেবার কলকাতায় সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছিল ১,৭৬৪.৫০ টাকা। আর এবার সেই দাম আরও ৩৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০২.৫০ টাকা। এই নিয়ে দু’দফা মিলিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৪৭ টাকা।
বাড়িতে রান্নার কাজে যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দামে কোনও পরিবর্তন ঘটছে না। গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকাই থাকছে বলে জানা গেছে।