বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে এবং পি এম গতিশক্তি হবে পরিবর্তনের মূল কান্ডারী বা গেম চেঞ্জার। ‘বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রা :২০২৪২৫ কেন্দ্রীয় বাজেট পরবর্তী সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, সেই সময় দেশ ৩৫ হাজার কোটির অর্থনীতি হয়ে উঠবে।
তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী বলেন, অর্থনীতির বিপুল উন্নয়নে সরকার, শিল্প পার্ক তৈরি করেছে এবং ভারতে লগ্নী করার জন্য সারা বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছে।
ভারতীয় শিল্প মহাসংঘ -সি আই আই এর উদ্যোগে আয়োজিত একদিনের এই সম্মেলনের উদ্দেশ্য হল, বিকাশের ক্ষেত্রে সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং সেই প্রচেষ্টায় শিল্পের ভূমিকার রূপরেখা তুলে ধরা।