বাজেট অধিবেশনের প্রাক্কালে আজ সংসদভবন চত্বরে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী অধিবেশনে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার, সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের বলেন, আগামীকাল ৩১ শে জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।
ঐ দিনই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন তিনি। লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষনের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে সোমবার।
বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ১০ ই মার্চ থেকে চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত।
শ্রী রিজিজু জানান, পাঁচই ফেব্রুয়ারী জাতীয় রাজধানী অঞ্চলে ভোট থাকায়, ওইদিন সংসদের অধিবেশন বসবে না।