বাজারের চলতি আর্থিক পরিস্থিতি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আজ থেকে মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি স্বর্ণ নগদীকরণ প্রকল্প GMS বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে। তবে স্বর্ণ নগদিকরণ প্রকল্প GMS এর স্বল্প মেয়াদি ব্যাংক ডিপোজিট, ব্যাংকগুলোতে চলবে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বাজারের অবস্থার ওপর নির্ভর করে নির্দিষ্ট ব্যাংক এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
Site Admin | March 26, 2025 7:13 PM
বাজারের চলতি আর্থিক পরিস্থিতি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আজ থেকে মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি স্বর্ণ নগদীকরণ প্রকল্প GMS বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
