মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2024 12:40 PM

printer

বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বাজার পরিদর্শন শুরু করেছে।

বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বাজার পরিদর্শন শুরু করেছে। গতকাল কাঁকুরগাছির VIP মার্কেটে  হানা দেন টাস্ক ফোর্স এবং এনফোর্সেন্ট ব্রাঞ্চের কর্তারা। সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। তাঁরা খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিভিন্ন শাক সবজির দাম সম্পর্কে খোঁজ নেন।

  আজ টাস্ক ফোর্সের সদস্যরা মাণিকতলা ও কলেজ স্ট্রিট বাজার পরিদর্শন করবেন বলে দলের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন।

এনফোর্সেন্ট ব্রাঞ্চের সদস্যরা গতকাল বোলপুর বাজারে অভিযান চালান। পুরুলিয়া শহরেও প্রতিটি আড়তে এবং বড় সব্জি ব্যবসায়ীদের কাছে গিয়ে বাজারদরের খোঁজ নেয় টাস্ক ফোর্স।

 পশ্চিম বর্ধমানের আসানসোলের হোলসেল মার্কেট, দুর্গাপুরের আশিস মার্কেট এবং বর্ধমানের তেঁতুলতলা বাজারেও টাস্ক ফোর্সের অভিযান চলে। সঠিকদামে সবজি বিক্রি হচ্ছে কিনা, তা’ খতিয়ে দেখার পাশাপাশি বিক্রেতাদের ওজন মেশিন পরীক্ষা করে দেখেন আধিকারিকরা। অভিযান চলে জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের সবজি বাজারেও।

 মূল্যবৃদ্ধি রুখতে যে তৎপরতা চলেছে তা’ আগে কেনো দেখা যায়নি, সে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন